ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ৯টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২০২০ সালভিত্তিক অফিসার (জেনারেল)–এর ১৭৬৩টি শূন্য পদে দ্বিতীয় পর্যায়ে ৩৪৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ১৭৬৩টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২১ সালের ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় (নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-১৮৫/২০২১), এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে দ্বিতীয় পর্যায়ে ৩৪৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
৩৪৬ প্রার্থীর মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৬৫ জন, জনতা ব্যাংক পিএলসিতে ২৪১ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২০ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ জন, কর্মসংস্থান ব্যাংকে ৫ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।