কেক না কেটে থাকতে পারলেন না শাকিব
শাকিব খান দুই বাংলার তুখোড় জনপ্রিয় অভিনেতা। জনপ্রিয়তা থাকলেও কিছু কর্মকাণ্ডের কারণে পরতে হয়েছে নানা সমলোচনার মধ্যে। শাকিব খান আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন গোপনে এবং তাদের কোল জুড়ে আসে নতুন রাজপুত্র জয়। সেই জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্য তার জন্মদিনের জন্যই ২৫ তারিখ রাতেই এসেছে শাকিবখান।
আর সেটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলচনা। তাহলে কি শাকিব খান এখন থেকে ভালো বাবা হয়ে গেলেন। ভালো স্বামী নাইবা হতে পারলেন। অন্তত ভালো বাবা ত হতে পেরেছেন। এই রকমই অনেক মন্তব্য দেখা যায়। কেউ কেউ আবার লিখেছেন তাহলে বাবা হিসাবে শাকিব খানকে ১০/১০ দেয়াই যায়।